বাসস
  ২৮ এপ্রিল ২০২৩, ১৮:৩৭

নড়াইলে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগ 

নড়াইল, ২৮ এপ্রিল ২০২৩ (বাসস) : জেলায় আজ একজন কৃষকের ক্ষেতের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মিরা। 
শুক্রবার নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের ধোন্দা গ্রামের কৃষক মুসা মোল্যার ৩৬ শতাংশ জমির ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মিরা। 
এ সময় নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল ও সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়ামিন মোল্যা-সহ জেলা, সদর উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল ও সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি থেকে কৃষকের ফসল রক্ষা করতে বরাবরের মতো এবারও ছাত্রলীগ কৃষকের পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মিরা শুক্রবার শাহাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কৃষক মোল্যার ক্ষেতের ধান কেটে ঘরে তুলতে দিয়েছে।