শিরোনাম
ঢাকা, ২৮এপ্রিল, ২০২৩ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ একজন ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটক ব্যক্তির নাম রুস্তম আলী (৩৮) ঢাকার কেরানিগঞ্জের দক্ষিণ বাঘাপুর গ্রামের বাসিন্দা।
এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, আজ শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের টাওয়ার বিল্ডিং এর সামনে বিশেষ অভিযান চালিয়ে ৬টি গোল্ডবার সোনার বার এবং ৩৫৫ গ্রাম জুয়েলারি গুল্ডসহ রুস্তম আলী নাম এক ব্যক্তিকে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে ও আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।