বাসস
  ২৯ এপ্রিল ২০২৩, ১৩:৩৮

নাটোরে বসতবাড়ি নির্মাণের উপকরণ বিতরণ

নাটোর, ২৯ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলায় আজ দুইশ’ অসহায় পরিবারের মাঝে বসতবাড়ি নির্মাণের উপকরণ বিতরণ করা হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সুবিধাভোগী পরিবারের মাঝে ঢেউটিন এবং চেক হস্তান্তর করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতা নিয়ে সবসময় অসহায় মানুষের পাশে থাকেন। তিনি দেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চান। এ লক্ষ্য অর্জনে আমরা এবং দেশের সকল মানুষ প্রধানমন্ত্রীর সাথে থাকবো এবং দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করবো।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ শাহনেওয়াজ, নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকী ও কামরুন্নাহার কাজল।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সংসদীয় আসনে তাঁর অনুকূলে অসহায় পরিবারের বসতবাড়ি নির্মাণে এক বান্ডিল ঢেউটিনের সাথে তিন হাজার টাকা করে বরাদ্দ প্রদান করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।