শিরোনাম
শেরপুর, ২৯ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলায় ভর্তূকি মূল্যে একজন কৃষকের মধ্যে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
অধিক ফলন ও উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে কৃষি খামার যান্ত্রিকিকরণ প্রকল্পের আওতায় কৃষি বিভাগের মাধ্যমে মোছারচর এলাকার নুরুল হক নামে এক কৃষকের মধ্যে শনিবার সকালে একটি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী-এর সভাপতিত্বে সংক্ষিপ্ত পরিসরে হার্ভেস্টার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, হার্ভেস্টার বিপণন কোম্পানীর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, প্রতিটি কম্বাইন্ড হার্ভেস্টারে সরকারের পক্ষ থেকে ১৫ লাখ ৫০ হাজার টাকা ভর্তূকি দেয়া হচ্ছে। বোরো ধান কাটার মৌসুমে একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে বর্ষার আশঙ্কা। তাই জমিতে পানি জমার আগেই ধান ঘরে তুলার সুবিধার্থে এ সকল হার্ভেস্টার মেশিন কৃষকের প্রদান করা হয় বলে জানান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন বলেন, সরকার খামার যান্ত্রিকিকরণ করতে নিরলস কাজ করে যাচ্ছে। দ্রুত আধুনিক প্রযুক্তি গ্রহণ করে তা ব্যবহারের মাধ্যমে নিজেদের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি দেশকেও এগিয়ে নিতে কৃষকদের ভূমিকা রাখতে হবে। এবিষয়ে কৃষকসহ জনগণকে আরো সচেতন হবে বলে তিনি মনে করেন।
আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। কম্বাইন্ড হার্ভেস্টার ব্যবহার করলে কৃষকেরা বিড়ম্বনা থেকে রক্ষা পেতে পারেন এবং উৎপাদন খরচ ৬০ থেকে ৭০ শতাংশ হ্রাস পাবে।