শিরোনাম
চট্টগ্রাম, ২৯ এপ্রিল, ২০২৩ (বাসস) : আগামীকাল রবিবার শুরু এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে দেড় লাখের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার যাবতীয় কার্যক্রম নির্বিঘœ করতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড বন্ধের দিনে অফিস খোলা রাখাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বৃহত্তর চট্টগ্রামের ১০৭ প্রতিষ্ঠানের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে এবার ছাত্র-ছাত্রী মিলিয়ে ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ১ লাখ ৬ হাজার ৮৮৫, কক্সবাজারে ২৪ হাজার ৩৩০, রাঙামাটিতে ৮ হাজার ৭৪২, খাগড়াছড়িতে ৯ হাজার ৮৬৬ জন ও বান্দরবান জেলায় ৪ হাজার ৯৪৫ জন।