শিরোনাম
গোপালগঞ্জ, ২৯ এপ্রিল, ২০২৩ (বাসস): জেলার টুঙ্গিপাড়ায় মাঠ পর্যায়ে খামারি মোবাইল অ্যাপের কাযর্কারিত যাচাই ও বঙ্গবন্ধু ধান-১০০ এর প্রদর্শনী ট্রায়ালের মাধ্যমে মাঠ দিবস পালিত হয়েছে।
আজ শনিবার দুপুরে কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে ক্রপ জোনিং প্রকল্প, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও ধান গবেষণা ইনিস্টিটিউট এই মাঠ দিবসের আয়োজন করে।
কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
মাঠ দিবসে সভাপতিত্বে করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
কৃষি সচিব এ সময় কৃষকদের বীজ সংরক্ষণের আহবান জানিয়ে বলেন, ‘পরবর্তী বছরের জন্য বীজ সংরক্ষণ করবেন, যাতে অন্য কারো কাছে যেতে না হয়।’
তিনি বলেন, বিআরডিসি যে গমের বীজ দিয়েছে তা অঙ্কুরিত হয়নি এমন অভিযোগ উঠেছে। পরবর্তীতে এমন কোন ঘটনা ঘটলে কেউ ছাড় পাবে না। যেসব ডিলার এসব বীজ দিয়েছে তাদের লাইসেন্স বালিত করা হবে। তারা কৃষি মন্ত্রণালয়ের সাথে কাজ করতে পারবে না।
পরে কৃষি সচিব ওয়াহিদা আক্তার মাঠ পরিদর্শন করেন।