বাসস
  ৩০ এপ্রিল ২০২৩, ১১:২১

কুমিল্লায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

কুমিল্লা (দক্ষিণ), ৩০  এপ্রিল, ২০২৩ (বাসস) :  জেলার দরিদ্র কৃষক সাহেব আলীর ক্ষেতের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ সকাল সাড়ে ৯ টায় দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাদুল হাসান রাফির নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী জেলার বুড়িচং উপজেলা নিমসার  এলাকার ওই কৃষকের ত্রিশ শতক জমির ধান কেটে দেন।
কৃষক সাহেব আলী বাসসকে বলেন, অর্থ সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিষয়টি জানতে পেয়ে আজ সকাল থেকে তপ্ত রোদে ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। তাদের জন্য দোয়া রইলো।
জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাদুল হাসান রাফি বাসসকে বলেন, যেকোনও প্রাকৃতিক দুর্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তারা অসহায় মানুষের ধান কেটে দিচ্ছেন। তিনি আরও বলেন, করোনাভাইরাসের প্রকোপে ছাত্রলীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছে। এবার বোরো ধান কেটে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করছে। আগামীতেও মানুষের সেবা করবে ছাত্রলীগ।
ধান কাটায় অংশগ্রহণ করেন কুমিল্লার দক্ষিণ জেলা ছাত্রলীগের জাহিদুল হাসান জাহিদ, মোঃ ইসমাইল, মাহমুদুল হাসান ভূইয়া মাহমুদ, রিয়াদ জাফর কাউসার, এমদাদুল হক মিলনসহ জেলা পর্যায়ের বিভিন্ন নেতা কর্মীরা।