বাসস
  ৩০ এপ্রিল ২০২৩, ১৬:৩৯

বরগুনায় ৬৫০০ কৃষক পেলেন কৃষি উপকরণ: ৫টি হার্ভেস্টার মেশিন বিতরণ

বরগুনা, ৩০ এপ্রিল, ২০২৩ (বাসস): জেলার আমতলী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৬ হাজার ৫০০ কৃষককে কৃষি উপকরণ দেয়া হয়েছে। কৃষি উপকরণের মধ্যে ৫টি হার্ভেস্টার মেশিনও বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ‘কৃষিই সমৃদ্ধি’ শ্লোগানে ২০২২-২০২৩ অর্থবছরে উফশী আউশ কৃষি প্রণোদনা কার্যক্রম, উন্নয়ন সহায়তায় কৃষি যন্ত্রপাতি বিতরণ শীর্ষক কার্যক্রমের আওতায় রোববার দুপুরে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনের অনুষ্ঠানে প্রধান অতিথি এড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন।
আমতলীর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে কৃষি উপকরণ সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. এমএ কাদের মিয়া, পৌর মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ গোলাম সরোয়ার ফোরকান। 
উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক এসএম বদরুল আলম, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ।