শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৩০ এপ্রিল ২০২৩ (বাসস): জেলার কাশিয়ানী উপজেলায় আজ ভেকু দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করার দায়ে দু’জন মাটি ব্যবসায়ীকে মোট একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মেহেদী হাসান এ জরিমানা করেন।
অর্থদন্ডপ্রাপ্তরা হলেন- কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মৃত রতন কাজীর ছেলে শামীম কাজী (৪৮) ও গোপালগঞ্জ সদরের মাস্টারপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে বাবুল শিকদার (৩৫)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, মাটি ব্যবসায়ী শামীম কাজী ও বাবুল শিকদার কাশিয়ানী উপজেলার বরাশুর এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই মাটি ব্যবসায়ীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট একলাখ টাকা জরিমানা করা হয়।