শিরোনাম
ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৩ (বাসস) : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. অলোক কুমার পালকে প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার আজ এক প্রজ্ঞাপনে জানিয়েছেন, ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ অনুসারে অধ্যাপক ড. অলোক কুমার পাল (মৃত্তিকা বিজ্ঞান বিভাগ এবং ডিন, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)-কে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে ৪ বছরের জন্য নিয়োগ করা হয়েছে।’