শিরোনাম
বগুড়া, ১ মে, ২০২৩ (বাসস) : ‘মালিক শ্রমিক ঐক্য গড়ি , স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় পালিত হলো মহান মে দিবস।
দিবসের শুরুতে সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন খন্ড-খন্ড র্যালি বের করে। শ্রমিক সংগঠনগুলো র্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যলয়ে সমবেত হয়। এরপর শ্রমিক সংগঠনগুলোর সমন¦য়ে জেলা প্রশাসন ও বগুড়া আঞ্চলিক শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে এক বিশাল র্যালি শহর প্রদক্ষিণ করে। এই র্যালিতে অংশ নেয় জাতীয় শ্রমিক লীগ, দর্জ্জি শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন, দোকান শ্রমিক ইউনিয়ন , সেলুন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।
সংগঠনগুলো নিজ-নিজ কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভার আয়োজন করে। পরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও বগুড়া আঞ্চলিক শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। অতিরিক্ত পুলিশ ¯িœগ্ধা আকতার, জেলা আওয়ামী লীগর সভাপতি মজিবর রহমান মজনু, জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, আন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল, আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান মো. হাসান আলী আলাল প্রমুখ।