শিরোনাম
নড়াইল, ১ মে, ২০২৩ (বাসস) : ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি‘ এই প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন খন্ড-খন্ড র্যালি বের করে। শ্রমিক সংগঠনগুলো র্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সমবেত হয়। জেলা প্রশাসনের আয়োজনে শ্রমিক সংগঠনগুলোর সমন¦য়ে বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্রেট জুবায়ের হোসেন চৌধুরী, জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো, জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবুল কাশেম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রশিদ,ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়েনর নেতৃবৃন্দ, ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ প্রশাসনের ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
শহরের পুরাতন বাস টার্মিনাল ভবনে নড়াইল সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সুবাস চন্দ্র বোস।
এছাড়া বেলা সাড়ে ১২টায় নতুন বাস টার্মিনালে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো। বক্তৃতা করেন- সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন-সম্পাদক মো. মকতুল হোসেনসহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।