বাসস
  ০১ মে ২০২৩, ১৩:৩১

মাগুরায় মহান মে দিবস পালিত

মাগুরা,  ১ মে, ২০২৩ (বাসস) : মহান মে দিবস উপলক্ষে আজ জেলায় শ্রমিক লীগ র‌্যালি ও আলোচনা সভা করেছে। 
সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে এসে শেষ হয়। পরে আছাদুজ্জামান মিলনায়তনে জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম অব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল। বক্তব্য রাখেন- জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান কিশোর সহ অন্যান্য নেতৃবৃন্দ।   
এছাড়া দিবসটি উপলক্ষে পালন উপলক্ষে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।