বাসস
  ০১ মে ২০২৩, ১৪:০৫

ফেনীতে মহান মে দিবস পালিত

ফেনী, ১ মে, ২০২৩ (বাসস): জেলায় আজ মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফেনী জেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করেছে। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। 
জেলা প্রশাসক বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শিক্ষার কোন বিকল্প নেই।  শ্রমিকদের আন্দোলন সফল হতে হলে, শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হলে তার অন্যতম উপায় হলো শিক্ষা। শ্রমিকদের শিক্ষিত হতে হবে। তবেই কোন শ্রমিক শোষণ, নিপিড়ন ও বাঞ্চনার শিকার হবে না। তিনি বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকলে একদিন দেশ স্মার্ট হবে। মালিক শ্রমিকদের মধ্যে কোন দূরত্ব থাকবে না। সুন্দর সমাজ গড়ে ওঠবে।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএসআর মাসুদ রানা,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী, পরিবহন নেতা জাফর উদ্দিন, পরিবহন নেতা আজম চৌধুরী, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী প্রমুখ। এতে আরও অংশ নেন পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, দোকান শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দ।
এর আগে একটি বর্ণাঢ্য র্যা লি শহরের মুক্তিযুদ্ধ কমপ্লেক্স থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।