বাসস
  ০১ মে ২০২৩, ১৯:১০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মে দিবসে আলোচনাসভা ও জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১ মে ২০২৩ (বাসস) : ‘দুনিয়ার মজদুর একহও, একহও’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার  টুঙ্গিপাড়ায় আজ মহান ‘মে দিবস’ পালিত হয়েছে।
দিবস টি উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর উপজেলা কার্যালয় প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
কাজী শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বসার খায়ের ও সাধারণ সম্পাদক বাবুল শেখ, গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বি এম তৌফিকুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকি, টুঙ্গিপাড়া  পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সভাপতি মিলন মোল্যা, প্রমুখ বক্তব্য রাখেন।