শিরোনাম
টাঙ্গাইল, ১ মে, ২০২৩ (বাসস) : জেলার কালিহাতী ও সখীপুরে আজ পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, সোমবার বিকেলে কালিহাতী উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত পথচারী সিরাজগঞ্জের নাছির উদ্দিন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান- সোমবার সকালে উপজেলার কাকাড়াজান ইউনিয়নের জিতাশ্বরী দক্ষিণপাড়া এলাকায় মাটি ভর্তি ট্রাফি ট্রাক্টরের চাপায় নাসরিন আক্তার (৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গৃহবধূ নাসরিন ওই গ্রামের জামাল বাদশার স্ত্রী।
ওসি বলেন, কোন অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।