বাসস
  ০২ মে ২০২৩, ১৮:০২

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

পাবনা, ২ মে, ২০২৩ (বাসস) : পাবনায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। 
মঙ্গলবার  বেলা ১১টা  থেকে দুপুর ১২টার মধ্যে পাবনা সদর ও সাঁথিয়া উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের মৃত মিলন  হোসেনের  মেয়ে ও পাবনা ইসলামিয়া কলেজের একাদশ  শ্রেণির ছাত্রী মিতু খাতুন (১৮), সাঁথিয়া উপজেলার  ক্ষেতুপাড়া ইউনিয়নের সামান্যপাড়া গ্রামের চাঁদ আলী মৃধার  ছেলে জুয়েল  হোসেন (২৫) ও একই গ্রামের  সোহান  শেখের  ছেলে সুরুজ  শেখ (১৮)। 
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, আজ দুপুর ১২টার দিকে শহরে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে পাবনা-ঢাকা মহাসড়কের পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে রাস্তা পার হচ্ছিলেন কলেজছাত্রী মিতু। এ সময় ওমর ট্রাভেলস নামের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 
অপরদিকে সাঁথিয়ায় থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কমল কুমার  দেবনাথ জানান,  বেলা ১১টার দিকে ইটবহনকারী একটি ট্রলি কাশিনাথপুর  থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাশিনাথপুর  রেলক্রসিং পার হবার পর শাহজাদপুর ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে জুয়েল ও সুরুজ প্রাণহারায়। তারা সম্পর্কে চাচাতো ভাই। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক বাস দুটিকে আটক করেছে। খবর  পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত  শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।