বাসস
  ০২ মে ২০২৩, ১৯:২৯

রাজধানীতে অপহৃত এক ব্যক্তি উদ্ধার : নারীসহ ৮ জন গ্রেফতার

ঢাকা, ২ মে, ২০২৩ (বাসস): গাজীপুরের কালিয়াকৈর চান্দুরা এলাকা থেকে অপহৃত ওষুধ বিক্রেতা আলমগীরকে রাজধানী যাত্রাবাড়ীর ছনটেক এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ  ৮ জনকে আটক করা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, অপহরণকারীরা আলমগীরকে একটি ঘরে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন এবং মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে ৫ লাখ  টাকা দাবি করে ।
আটককৃতরা হলেন- মো. সিয়াম আল জেরিন তালুকদার (৩৩), রাসেল শেখ ওরফে মিঠু (৩৩), মো. শহিদুল ইসলাম (৩৭), প্রণব নারায়ণ ভৌমিক (৫০), মো. আলমগীর (৪২), আঃ রব খান (৭৮), সৈয়দা জান্নাত আরা উর্মি (২৭) ও ইসরাত জাহান সায়লা (২৯)। 
র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন আজ মঙ্গলবার  দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 
ফরিদ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি টিম সোমবার রাজধানীর যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে র‌্যাব একটি খেলনা পিস্তল, ৩টি চাকু, ১ হাতুড়ি, ১টি আয়রন মেশিন, ১টি লাঠি ও ১৩টি মোবাইল ফোন জব্দ করে।
তিনি জানান, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চান্দুরা এলাকার ওষুধ বিক্রেতা আলমগীর গত ২৯ এপ্রিল বিকেলে নিখোঁজ হন। রাত ১১টার দিকে আলমগীর বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের  লোকজন ফোন করলে আলমগীরের মুঠোফোনটি বন্ধ পান। তার কোনো সন্ধান না পেয়ে অবশেষে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা। ঘটনার পরের দিন সকাল ১১টায় আলমগীরের স্ত্রীর মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি আলমগীরকে অপরহণ ও নির্যাতনের বিভিন্ন চিৎকার শুনিয়ে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। টাকা না পেলে আলমগীরকে হত্যার হুমকি দেয় তারা। পরবর্তীতে অপহৃতের পরিবারের লোকজন অপহরণকারীদের দাবিকৃত টাকা জোগাড় করতে না পেরে নিরুপায় হয়ে র‌্যাবের সাথে যোগযোগ করে।
র‌্যাব বলছে, অপহরণের ঘটনায় ভিকটিমের স্ত্রী গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের  করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অপহরণকারী চক্রটি ভুক্তভোগী আলমগীরের কাছে জমি বিক্রির কথা বলে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। ঘটনার দিন বিকাল ৪টার দিকে তাদের সুবিধাজনক স্থানে নিয়ে গিয়ে খেলনা পিস্তল দিয়ে তাকে মৃত্যুর ভয় দেখায়। পরে সিএনজিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার ছনটেক এলাকায় তাদের আস্তানায় নিয়ে যায়।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।