শিরোনাম
দিনাজপুর, ৩ মে ২০২৩ (বাসস): জেলার পার্বতীপুর উপজেলায় আজ ট্রাক চাপায় চাপায় রিকশা ভ্যানের যাত্রী দুইব্যক্তি নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পার্বতীপুর পৌর এলাকার ধুপিপাড়া এলাকার মৃত সুলতানের ছেলে আবুল কালাম (৫৫) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৪)। তারা সম্পর্কে খালু-ভাগিনা।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে রিকশা ভ্যানে খালু আবুল কালাম ও ভাগিনা আশরাফুল ইসলাম ভবানীপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে পার্বতীপুর চান্দাপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি ট্রাক রিকশা ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। ভ্যানচালককে আহত অবস্থায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
ট্রাক চাপায় দুইব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, ঘাতক ট্রাকটি ও চালককে আটক করা হয়েছে।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।