বাসস
  ০৩ মে ২০২৩, ১৭:৪৫

লালমনিরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

লালমনিরহাট, ৩ মে ২০২৩(বাসস) : জেলায় আজ র্যা লি ও আলোচনাসভা-সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার বিকালে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর লালমনিরহাট জেলা শাখার আয়োজনে একটি র্যা লি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যা লি শেষে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্।
ইয়ুথ জার্নালিস্টস ফোরামের লালমনিরহাট জেলা কমিটির সভাপতি তন্ময় আহমেদ নয়নের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমান।
ইয়ুথ জার্নালিস্টস ফোরামের লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ শিপনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল, পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল, লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স, টেলিভিশন ফোরাম লালমনিরহাটের সভাপতি আনিছুর রহমান লাডলা ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত সুরক্ষা-সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।