বাসস
  ০৩ মে ২০২৩, ১৯:১২

কাপ্তাইয়ে ধান কাটা উৎসব পালন করেছে কৃষক লীগ

রাঙ্গামাটি, ৩ মে, ২০২৩ (বাসস): জেলার কাপ্তাই উপজেলার  রেশমবাগান তঞ্চঙ্গ্যাপাড়া এলাকায় কৃষকদের প্রায় ২ একর জমির ধান কেটে দিয়ে ধান কাটা উৎসব পালন করেছে উপজেলা কৃষক লীগ।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার তঞ্চঙ্গ্যা পাড়ায় ধান কাটা উৎসবের উদ্বোধন করেন জেলা কৃষকলীগ সভাপতি মোঃ জাহিদ আক্তার।
পরে ধান কাটা উৎসব উপলক্ষে উপজেলা কৃষকলীগ সভাপতি মাহাবুব আলম তালুকদারের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যার  সঞ্চালনায় অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই  উপজেলা আওয়ামীলীগ সভাপতি  অংসুইছাইন চৌধুরী।
এ সময়ে রাঙ্গামাটি জেলায় ধানকাটা শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান কৃষকলীগ নেতৃবৃন্দ।