শিরোনাম
ঢাকা, ৩ মে, ২০২৩ (বাসস) : জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ পৃথক শোকবার্তায় তারা সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়াত সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী পরিবেশ ও জলবায়ু ইস্যুতে অত্যন্ত সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন প্রথিতযশা সাংবাদিককে হারালো।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী শোকবার্তায় বলেন, ‘কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে আমরা একজন মেধাবী, প্রাজ্ঞ, পরিবেশ বিশেষজ্ঞ সাংবাদিককে হারালাম।’