বাসস
  ০৩ মে ২০২৩, ২২:৫৯

শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় বিশ্ব প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ বাণী প্রচার করেছেন : বিরোধীদলীয় নেতা

ঢাকা, ৩ মে ২০২৩ (বাসস) : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণের স্মৃতি বিজরিত ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বাণীতে বিরোধীদলীয় নেতা বলেন, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় বিশ্ব প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। আজকের এই সংঘাতময়, অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মূল্যবোধের অবক্ষয় রোধ ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহামতি বুদ্ধের দর্শন ও জীবনাদর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাম্প্রদায়িক  সম্প্রীতির  চর্চা ও বুদ্ধের মহান আদর্শকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে  কর্মপ্রচেষ্টা অব্যাহত রাখতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন,আবহমানকাল থেকে এদেশে প্রত্যেক ধর্মের মানুষ উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্ম নির্বিঘেœ পালন করে আসছেন। এই সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে সমুন্নত রাখতে সবার তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, বুদ্ধের বাণী ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় সুখ, শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় উপাদান হিসেবে ব্যবহার হয়ে থাকে। বিদ্যমান জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতিতে বুদ্ধের বাণী এখনও সমকালীন।
বিরোধীদলীয় নেতা কামনা করেন,শুভ বুদ্ধ পূর্ণিমা সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।