বাসস
  ০৪ মে ২০২৩, ১১:৪৯

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে গেছে

লক্ষ্মীপুর, ৪ মে, ২০২৩ (বাসস) : জেলা সদরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে অগ্নিকান্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একটি চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয়রা। মুহূর্তেই পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন  নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে দু’টি চা দোকান, একটি ফার্নিচার দোকান, একটি সেলুন ও একটি গ্রিল ওয়ার্কশপ।
লক্ষ্মীপুর ফায়ার স্টেশনের লিডার মো. ছলিম উল্যাহ চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত সাপেক্ষে জানানো হবে ।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেছে । তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।