বাসস
  ০৪ মে ২০২৩, ১৪:৩৫

আসন্ন ৫ সিটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী তালিকা প্রকাশ

ঢাকা, ৪ মে, ২০২৩ (বাসস) : আসন্ন ৫ সিটি করপোরেশন নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের নামের তালিকা  প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)।
আজ জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তাদের মনোনীত   প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনে মো. সাইফুল ইসলাম স্বপন, খুলনা সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম মধু, বরিশাল সিটি করপোরেশনে প্রকৌশলী মো. ইকবাল হোসেন তাপস এবং সিলেট সিটি কর্পোরেশনে মো. নজরুল ইসলাম বাবুল।