বাসস
  ০৪ মে ২০২৩, ১৮:০৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত

ঝিনাইদহ, ৪ মে, ২০২৩ (বাসস): ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যাটারিচালিত ভ্যান ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন। 
জানাগেছে,বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ-জীবননগর সড়কের কোটচাঁদপুরের কাশিপুর পৌর কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, তারা আজ দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থেকে ব্যাটারিচালিতভ্যানে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে কালীগঞ্জ-জীবননগর সড়কের কোটচাঁদপুরের কাশিপুর পৌর কলেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কোটচাঁদপুরের এলাঙ্গি গ্রামের রুবেল হেসেনের ২ মাস বয়সী ছেলে রাফান, কালীগঞ্জের বালাকান্দা গ্রামের শাহিনের মেয়ে ৭ বছর বয়সী শিশু খুকু মনি ও ভ্যানচালক কালীগঞ্জ ঘিঘাটি এলাকার সলেমান উদ্দিন (৬০) মারা যায়। দুর্ঘটনায় আহত হয় আরও ৭ জন। 
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  সেখান থেকে আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর  জেনারেল হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনউদ্দীন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চালক ও হেলপার পালিয়ে গেলেও পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।