শিরোনাম
সিলেট, ৪ মে ২০২৩ (বাসস) : শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে নগরীতে শান্তি শোভাযাত্রা বের করা হয়।
নগরীর ঐতিহ্যবাহী ক্বীন ব্রীজের নীচ থেকে শুভাযাত্রা শুরু করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি নিশুতোষ বড়ুয়ার সভাপতিত্বে ও সহ সভাপতি চন্দ্র শেখর বড়ুয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সিলেট জেলা সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সিএইচটি ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট মনেসট্রি এন্ড মেডিটেশন সেন্টার নারায়ণগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত কল্যাণ জ্যোতি থের এবং সিসিক কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ।