শিরোনাম
হবিগঞ্জ, ৫ মে, ২০২৩ (বাসস): জেলার সদর উপজেলার হবিগঞ্জ-লাখাই সড়কের রিচি নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় রেণু বেগম (৭৫) এর মৃত্যু হয়েছে। রেণু বেগম রিচি গ্রামের মৃত রমিজ আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ আত্মীয়কে দেখে বাড়িতে ফিরছিলেন রেণু বেগম। এ সময় হবিগঞ্জ থেকে লাখাইগামী একটি মোটরসাইকেল রিচি এলাকায় রেণু বেগমকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় লোকজন মোটরসাইকেল ও চালককে আটক করেন।
হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।