বাসস
  ০৫ মে ২০২৩, ১৭:১৬

প্রয়াত হাবিবুর রহমান মোল্লা এমপির তৃতীয় মৃত্যুবাষির্কী আগামীকাল

ঢাকা, ৫ মে, ২০২৩ (বাসস): প্রয়াত প্রবীণ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লার তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল। 
ঢাকা-৫ (ডেমরা-দনিয়া-মাতুয়াইল) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন হাবিবুর রহমান মোল্লা। ২০২০ সালের ৬ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদ। 
কর্মসূচির মধ্যে রয়েছে- আগামীকাল শনিবার মাতুয়াইল কবরস্থানে মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং মসজিদে মসজিদে দোয়া-মিলাদ। 
রোববার বিকাল ৩টায় রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন ধলপুর কমিউনিটি সেন্টারে এক স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।