শিরোনাম
নওগাঁ, ৫ মে, ২০২৩ (বাসস) : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিক'র মূল অনুষ্ঠান এবছর অনুষ্ঠিত হবে নওগাঁর প্রতিসরে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন অনুষ্ঠান আয়োজনে ইতোমধ্যে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
রবীন্দ্র জয়ন্তীর উৎসবমুখর অনুষ্ঠানকে ঘিরে আশেপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
এদিকে নওগাঁ জেলা প্রশাসন রবীন্দ্র জয়ন্তীর তিনদিনের অনুষ্ঠানমালা বাস্তবায়নের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
অনুষ্ঠানমালার প্রথম দিন ৮ মে ২৫শে বৈশাখ উদ্বোধনী অনুষ্ঠান হবে দুপুর ২টা ৩০ মিনিটে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ, ক ম মোজাম্মেল হক এমপি।
এ অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাষ্টি মফিদুল ইসলাম। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি'র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহীদুজ্জামান সরকার এমপি, সলিমুদ্দিন তরফদার এমপি, ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন এমপি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ডঃ শাহ আজম, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক।
এ অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম।
দ্বিতীয় দিন ৯ মে ২৬ বৈশাখ অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। আত্রাই উপজেলার নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম ফজলে রাব্বি, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এবাদুর রহমান এবং রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ। এ'দিন স্মারক বক্তা হিসেবে বিশিষ্ট রবীন্দ্র গবেষক আবুল মোমেন ও আলোচক হিসেবে থাকবেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান।
দ্বিতীয় দিনে আত্রাই ও রানীনগর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
আয়োজনের তৃতীয় দিন ১০ মে ২৭ বৈশাখ যথারীতি অনুষ্ঠান শুরু হবে বিকাল সাড়ে তিনটায়। এ দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জি এস এস জাফরুল্লাহহ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।
এ দিন স্মারক বক্তা হিসেবে আলোচনা করবেন রবীন্দ্র গবেষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক জুলফিকার মতিন।
সমাপনী এ অনুষ্ঠানে ঢাকা, নওগাঁ, রানীনগর ও আত্রাইয়ের বাছাইকৃত শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।