বাসস
  ০৫ মে ২০২৩, ১৯:০৫
আপডেট : ০৫ মে ২০২৩, ১৯:১০

সুস্থ জীবন গঠনে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ঢাকা, ৫ মে, ২০২৩ (বাসস): সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মো: আশরাফ আলী খান খসরু বলেছেন, সুস্থ ও সুন্দর জীবন গঠনে এবং প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর মোহাম্মদপুরে শারীরিক শিক্ষা কলেজ মাঠে সমাজসেবা অধিদপ্তরের অধীনস্থধীন ঢাকা বিভাগের বিভিন্ন আবাসিক প্রতিষ্ঠানে নিবাসী শিশুদের দু'দিনব্যাপী ঢাকা বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, ক্রীড়া শরীর ও মন দুটিই ভালো রাখে। খেলাধুলা দেশে দেশে, জাতিতে-জাতিতে গ্রামে গ্রামে ঐক্য গড়ে তোলে, একে অপরকে ভালবাসতে শেখায় এবং সুখী সমৃদ্ধ জাতি গঠনে সহায়তা করে। তাই দৈনন্দিন জীবনে  কাজের পাশাপাশি খেলাধুলা  অত্যন্ত উপযোগী।
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় আরো বক্তৃতা করেন সমাজসেবা অধিদপ্তর এর মহাপরিচালক ড.আবু সালেহ মোস্তফা কামাল, ঢাকা বিভাগীয় সমাজসেবার পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক ।