বাসস
  ০৬ মে ২০২৩, ১০:৪৩

জয়পুরহাটে বীরকন্যা প্রীতিলতার ১১২তম জন্মবার্ষিকী উদযাপন

জয়পুরহাট, ৬ মে, ২০২৩ (বাসস) : জেলার পাঁচবিবি উপজেলায় আজ  বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম নারী বিপ্লবী মুক্তিযোদ্ধা শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়  ।
পাঁচবিবি উপজেলা মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংরক্ষণশালা  আয়োজিত বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পাঁচবিবি পৌরমিলনায়তনে  আজ সকাল ৯ টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।  সভায় সভাপতিত্ব করেন  পাঁচবিবি উপজেলা মুক্তিযুদ্ধ যাদুঘর ও সংরক্ষণ শালার কিউরেটর  প্রফেসর মো: লোকমান আলী। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়াম-লীগের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র নুর হোসেন, স্থানীয় বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বিপ্লব, পাঁচবিবি ডিগ্রি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম, পাঁচবিবি এন এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার জুন, পৌর কাউন্সিলার মোশাঈদ আল আমিন ও শিক্ষক ফরহাদ আলম জুয়েল প্রমূখ।