বাসস
  ০৬ মে ২০২৩, ১৮:৩১

মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা

মাগুরা, ৬ মে ২০২৩ (বাসস): জেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের  প্রথমসভা আজ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে স্থানীয় দিনান্ত ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ. ফ. ম আব্দুল ফাত্তাহ। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু।
সভায় বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদস্য নির্মল চ্যাটার্জি, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।