শিরোনাম
ঢাকা, ৬ মে, ২০২৩ (বাসস) : পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৪ লাখ ৪৭ হাজার ৩২০ টি গরীব-দুস্থ-অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছে আওয়ামী যুবলীগ।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছিলেন ইফতার মাহফিল বা ইফতার পার্টি না করে তার পরিবর্তে ইফতার মাহফিল বা পার্টির বাজেটের অর্থ সমাজের পিছিয়ে পড়া গরীব-দুস্থ-অসহায় ও সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার।
আওয়ামী যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ কথা জানানো হয়।
শেখ হাসিনার সেই আহ্বানে সাড়াদিয়ে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল যুবলীগের নেতাকর্মীদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
সেই আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী যুবলীগের নেতা-কর্মীরা প্রথম রমজান থেকে ২৯ রমজান পর্যন্ত ৪ লাখ ৪৭ হাজার ৩২০ টি গরীব-দুস্থ-অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্যী ও ঈদ উপহার বিতরণ করে।
এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ ১ কোটি ২৮ লাখ ৫০ হাজার নগদ অর্থ বিতরণ করে। এর মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ ৫৫ লাখ, লোহাগড়া উপজেলা যুবলীগ ১২ লাখ, সাতকানিয়া উপজেলা যুবলীগ ৬ লাখ, উত্তর সাতকানিয়া যুবলীগ ৫ লাখ, পটিয়া উপজেলা যুবলীগ ২৫ লাখ, আনোয়ারা উপজেলা যুবলীগ ৭ লাখ, কর্ণফুলী উপজেলা যুবলীগ ৫ লাখ, বোয়ালখালী উপজেলা যুবলীগ ৮ লাখ ও বাঁশখালী উপজেলা যুবলীগ ৫ লাখ ৫০ হাজার নগদ টাকা বিতরণ করে।
এছাড়াও নীলফামারী জেলা যুবলীগ ২৬টি হুইল চেয়ার, ৬ টি রিকশা, ২০ টি সেলাই মেশিন ও ৫০০ টি শাড়ী লুঙ্গি বিতরণ করেছে। এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ী, লুঙ্গি, চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবন, সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন তৈজসপত্র।
কেন্দ্রীয় যুবলীগ ১৯ হাজার পরিবার, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল তার ব্যাক্তিগত উদ্যোগে মিরপুর এবং তার নিজ জেলা চাঁদপুরে ২৫ হাজার পরিবারে মাঝে খাদ্য সামগ্রী, ঈদ উপহার ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর যুবলীগ ১৫ হাজার, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ১২ হাজার, রাজশাহী মহানগর ১৩০০টি, রাজশাহী জেলা ৮০০টি, বগুড়া জেলা ২২ হাজার, পাবনা জেলা ৫০ হাজার, নাটোর জেলা ৫ হাজার, নওগাঁ জেলা ৬ হাজার, জয়পুরহাট জেলা ২০ হাজার, রংপুর মহানগর ৪ হাজার, রংপুর জেলা ৩৭০০টি, গাইবান্ধা জেলা ৪হাজার, কুড়িগ্রাম জেলা ৪ হাজার, লালমনিরহাট জেলা ২ হাজার, ঠাকুরগাঁও জেলা ১ হাজার, দিনাজপুর জেলা ২২০০টি, মানিকগঞ্জ জেলা ২ হাজার, টাঙ্গাইল জেলা ৪ হাজার, গাজীপুর জেলা ২৫ হাজার, গাজীপুর মহানগর ২২ হাজার ৫০০, কিশোরগঞ্জ জেলা ৫০০, ময়মনসিংহ জেলা ১৮ হাজার ৩০০, ময়মনসিংহ মহানগর ৮হাজার, শেরপুর জেলা ২ হাজার, জামালপুর জেলা ১৮৭০, নেত্রকোণা জেলা ১০ হাজার, ঢাকা জেলা ৩ হাজার, নারায়ণগঞ্জ মহানগর ২৩০০, রাজবাড়ী জেলা ৫ হাজার, ফরিদপুর জেলা ২ হাজার, মাদারীপুর জেলা ৩০০টি, গোপালগঞ্জ জেলা ৬১০০টি, পটুয়াখালী জেলা ১৫ হাজার, বরগুনা জেলা ১ হাজার, পিরোজপুর জেলা ৩ হাজার, ঝালকাঠি জেলা ৭০০, সিলেট মহানগর ৮ হাজার, সুনামগঞ্জ জেলা ১৬০০, খুলনা মহানগর ১৫০০, খুলনা জেলা ২৪০০, বাগেরহাট জেলা ৪ হাজার, সাতক্ষীরা জেলা ২ হাজার, যশোর জেলা ১৮ হাজার, নড়াইল জেলা ১৫০০, মাগুরা জেলা ৫ হাজার, কুষ্টিয়া জেলা ৪ হাজার, মেহেরপুর জেলা ৪ হাজার, চুয়াডাঙ্গা জেলা ৪৫০০, খাগড়াছড়ি জেলা ১৫০০, বান্দরবন জেলা ৩৫০, চট্টগ্রাম উত্তর জেলা ৭হাজার, চট্টগ্রাম মহানগর ৩০ হাজার, রাঙ্গামাটি জেলা ১ হাজার, কক্সবাজার জেলা ৭০০, চট্টগ্রাম দক্ষিণ জেলা ৪ হাজার, কুমিল্লা মহানগর ১২০০, কুমিল্লা দক্ষিণ জেলা ১৫০০, ব্রাহ্মণবাড়িয়া জেলা ৫ হাজার, নোয়াখালী জেলা ৪ হাজার ৫০০, লক্ষ্মীপুর জেলা ২৫০০ ও চাঁদপুর জেলায় ২ হাজার পরিবারে মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছে।