শিরোনাম
নওগাঁ,৭ মে, ২০২৩ (বাসস) : জেলায় আজ হজ্ প্রশিক্ষণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ এ প্রশিক্ষণের আয়োজন করে।
নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এস এম জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন, হাব-এর প্রতিনিধি মুফতি মাওলানা মোঃ মোজাম্মেল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন ।
এ অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহব্ুুল হক কমলসহ বিভিন্ন পর্যাযের নেতৃবুন্দ উপস্থিত ছিলেন।
স্বগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক গোলাম মোস্তফা ।
উল্লেখ্য এ বছর নওগাঁ জেলা থেকে ২ হাজার ৮৪ জন হজযাত্রী হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করবেন। তাদের মধ্যে আজকের প্রশিক্ষণে নওগাঁ সদর ও পতœীতলা উপজেলার প্রায় ৫শ হজযাত্রী অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের মো: গোলাম রাব্বনী, সিভিল সার্জন অফিসের ডাক্তার মোঃ রফিকুল ইসলাম, মুফতি মাওলানা মোঃ মোজাম্মেল হক, মওলানা আ ন ম আকরাম হোসাইনমহদ্দীস ও মাওলানা মোঃ ইসমাইল হোসেন।