বাসস
  ০৭ মে ২০২৩, ১৩:৫৭

পিরোজপুরে রবীন্দ্র ও নজরুল জন্ম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পিরোজপুর ,৭ মে,২০২৩(বাসস) : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম বার্ষিকী ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্ম বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপনের লক্ষ্যে পিরোজপুরে আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের  সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মোঃ সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াছিন, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মোঃ আব্দুল কাদের, জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আজিজি, সাংবাদিক গৌতম চৌধুরী ও মাহমুদ হোসেন শুকুরসহ জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা মৎস্যজীবীলীগের আহ্বায়ক সিকদার চান, উদীচি শিল্পীগোষ্ঠীর সম্পাদক খালিদ আবু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামীকাল বিশ^কবির জন্মবার্ষিকী উদযাপনের উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৫ মে বিদ্রোহী কবির জন্মদিনে একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর সাথে শিশু কিশোরদের সংগীত প্রতিযোগিতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়।