শিরোনাম
ঢাকা, ৭ মে, ২০২৩ (বাসস): গাজীপুরের টঙ্গিতে আজ পৃথক দুটি স্থানে তুলার গোডাউন ও সূতা তৈরি কারখানায় অগ্নিকান্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দ্রুত পৃথক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুরের টঙ্গির পাগাড় হোসেন ড্রায়িং ফ্যাক্টরি সুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও মিলগেট নামা বাজার এলাকায় তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আজ রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে টঙ্গি পূর্ব থানার পাগাড় হোসেন ড্রায়িং নামক সূতা ফ্যাক্টরিতে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গি থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ২ টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। হতাহতের কোন খবর জানা যায়নি।
তিনি আরো জানান, এছাড়াও আজ রোববার দুপুর ৩ টা ১৭ মিনিটে টঙ্গি পশ্চিম থানার টঙ্গির মিলগেট নামা বাজার এলাকায় তুলার গোডাউনে অগ্নিকা- ঘটেছে। খবর পেয়ে ৬ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমান জানা যায়নি।
গাজীপুরের টঙ্গি পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম বাসসকে জানান, আজ রোববার দুপুরে টঙ্গির মিলগেট নামার বাজার এলাকায় তুলার গোডাউনে আগুন লাগার খবর পেয়ে টঙ্গি, গাজীপুর ও উত্তরা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।