বাসস
  ০৭ মে ২০২৩, ১৯:০১

নড়াইলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

নড়াইল, ৭ মে, ২০২৩ (বাসস) : জেলার সিটি কলেজের প্রাক্তন সহকারি অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা শরীফ মসিয়ুর রহমান মীরু (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে.. রাজেউন)। 
আজ  রোববার ভোরে শহরের ভওয়াখালীস্থ বাসভবনে তিনি মারা যান। 
আজ বাদ জোহর রুপগঞ্জ জামে মসজিদের সামনে সদর উপজেলা নির্বাহী কর্মর্কতা (ভারপ্রাপ্ত) সেলিম আহম্মেদের উপস্থিতিতে সদর থানা পুলিশের একটি দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। এরপর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে সদর উপজেলার ভবানীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
জানাযায় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ূন কবীর, সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এ বাকীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।