বাসস
  ০৮ মে ২০২৩, ১৩:২১

নড়াইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

নড়াইল,  ৮ মে, ২০২৩ (বাসস) : “আমরা যা কিছু করি ,সবই হৃদয় থেকে করি ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে  নড়াইলে  আজ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৩ পালিত হয়েছে।
সোমবার সকাল ৯টায়  এ উপলক্ষে  বাংলাদেশ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিট এর আয়োজনে কেককাটা, র‌্যালী, রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেককাটা শেষে নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয় থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় , পরে সোসাইটির কার্যালয়ের সামনে আলোচনা সভা অনষ্ঠিত হয়।
বাংলাদেশ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল  ইউনিটের চেয়ারম্যান  ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, রওশন আরা কবির লিলি, সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন প্রমূখ।
এসময় সোসাইটির কর্মকর্তা ও সদস্যসহ  বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।