শিরোনাম
ঢাকা, ৮ মে, ২০২৩ (বাসস) : বাংলাদেশ সেনাবাহিনীর ৪০তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস) কোর্সের র্যাংক পরিধান অনুষ্ঠান আজ সোমবার টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শহীদ সালাহউদ্দিন সেনানিবাসস্থ আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।
এই অনুষ্ঠানের মাধ্যমে ১৯ জন প্রশিক্ষণার্থী এএফএনএস অফিসার আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে অন্তর্ভূক্তি লাভ করেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে লেফটেন্যান্ট মোসা. শুকতারা খাতুন ১ম স্থান এবং লেফটেন্যান্ট সাথী আক্তার ২য় হওয়ার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠানে টাঙ্গাইলের ঘাটাইল এরিয়ায় কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনা সদস্যসহ প্রশিক্ষণার্থী অফিসারগণের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অভিভাবকবৃন্দ ও উপস্থিত ঊধর্¡তন সামরিক কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণার্থী অফিসারগণ’কে র্যাংক পরিয়ে দেন এবং তাদের পেশাগত জীবনের আনুষ্ঠানিক সূচনা করেন।