শিরোনাম
জয়পুরহাট, ৯ মে, ২০২৩ (বাসস) : জেলার পাঁচবিবি উপজেলায় আগুনে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবার পেল সরকারি সহায়তা। জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু মঙ্গলবার সকাল ১০টায় ক্ষতিগ্রস্তদের হাতে ঢেউ টিনের পাশাপাশি মেরামত কাজের জন্য আর্থিক সহায়তা ও প্রদান করেন।
পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র জানায়, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত এলাকা আয়মারসুলপুর ইউনিয়নের চোরাকেশবপুর পুকর পাড় আশ্রয়ণ প্রকল্পের ঘরে ৭ মে সকালে আগুন লেগে ১০টি ঘর ও ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীসহ আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীরা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবার গুলো পাশে দাঁড়ান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদু খবর পেয়ে মঙ্গলবার সকালে ওই আশ্রয়ণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা হিসেবে প্রতি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও মেরামত কাজের জন্য ৬ হাজার করে টাকা তুলে দেন। এ ছাড়াও তাৎক্ষণিক ভাবে চাল, ডাল, পেঁয়াজ, তেলসহ অন্যান্য শুকনা খাবারও প্রদান করা হয়েছে। এ সময় পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ্যাড: সামছুল আলম দুদু এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামীলীগ সরকার সব দুর্যোগে সাধারণ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে।