শিরোনাম
ময়মনসিংহ, ৯ মে, ২০২৩ (বাসস) : ফায়ার সার্ভিসের সদস্যরা গতরাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর বালুরঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা মোস্তাছিনুর রহমান।
মৃতরা ,উপজেলার বালুরঘাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. পৃথিবী (১৪) ও উজানচর নওপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে মো. ফয়সাল (১৬)।
বিকেলে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর বালুরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকা দিয়ে যাত্রী পারাপার করছিলেন ফয়সাল। ওই সময় পানিতে গোসল করতে নামে পৃথিবী। কিছুক্ষণ পর পৃথিবীকে পানিতে ডুবে যাচ্ছে দেখতে পেয়ে তাকে বাঁচাতে ঝাপ দেয় ফয়সাল। এতে সে নিজেও নিখোঁজ হয়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল এসে রাত ৯টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মৃতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।