শিরোনাম
ভোলা, ৯ মে, ২০২৩ (বাসস) : জেলার দৌলতখান উপজেলায় আজ ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি ছিলেন।
উপজেলা শিক্ষা অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রত্যেক বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ বিতরণ করা হয়।
এসময় সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, অনেক আগেই আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। আর আগামী দিনের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। তাই জ্ঞানভিত্তিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গঠনে সরকার প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করছে। এতে করে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিসহ সার্বিক পাঠদান পক্রিয়া আরো এগিয়ে যাবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) আইনুন নাহার রেনু, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: তৌহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের প্রধানরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।