শিরোনাম
ঢাকা, ৯ মে, ২০২৩ (বাসস) : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- মো. লোকমান হোসেন (৩০)।
নিহত লোকমান ভোলা জেলার দৌলতখান থানার মধ্যজয়নগর এলাকার আব্দুল কুদ্দুসের পুত্র। বর্তমানে তিনি বাবুবাজার এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বাসসকে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির (অজ্ঞাত) ধাক্কায় মো. লোকমান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য তার লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এদিকে, ডিএমপি যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শকের (এসআই) নূর মোহাম্মদ জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় রাস্তা পার হওয়ার সময় তুরাগ সিটিং সার্ভিসের একটি বাসের ধাক্কায় ৫০ বছরের এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে।
এ ঘটনায় বাস চালককে আটক করেছে পুলিশ। এ সময় বাসটিও জব্দ করা হয়েছে।