শিরোনাম
ঝালকাঠি, ৯ মে, ২০২৩ (বাসস) : জেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দু’টি ইটভাটার মালিককে ৯ লাখ টাকা জরিমানা ও তিনটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার জেলার নলছিটি উপজেলায় এ অভিযান পরিচালনা করে বরিশাল পরিবেশ অধিদপ্তর।
বরিশাল পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, নলছিটি উপজেলার কয়েকটি ইটভাটায় কৃষি জমির মাটি কেটে ইট তৈরি করা হচ্ছে এই খবর পেয়ে বরিশাল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম বাসেদের নেতৃত্বে একটি টিম নলছিটি উপজেলার মগড় ইউনিয়নে অবস্থিত এমএমডি ও মুন ব্রিকসে অভিযান চালায়। ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত এমএমডি ব্রিকসের মালিক বাকের হাওলাদারকে ৫ লাখ টাকা ও মুন ব্রিকসের মালিক সাদ্দাম হোসেনকে ৪ লাখ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) নেহের নিগার তনু।
বরিশাল পরিবশে অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম বাসেদ বলেন, কৃষিজমি থেকে মাটি কেটে ইট তৈরি এবং আবাসিক এলাকার অভ্যন্তরে ইটভাটা স্থাপন করায় এ জরিমানা করা হয়েছে। বিভিন্ন জেলা উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে ।