বাসস
  ১০ মে ২০২৩, ১২:৫৪

বরগুনায় নিষিদ্ধ জাল জব্দ : এক জনের কারাদন্ড

বরগুনা, ১০ মে, ২০২৩ (বাসস) : জেলায় মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার তেঁতুলবাঢ়িয়া এলাকায় বিষখালী নদীতে এক অভিযানে ২৬টি বেহুন্দি, দুইটি চায়না দুয়ারি এবং ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ অভিযানে জাটকা পরিবহনের দায়ে মো. রিয়াজ (২৮) নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদন্ড দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে বুধবার  সকাল ১০টায় জালগুলো পুড়িয়ে  নষ্ট করা হয়েছে। নদীর জীববৈচিত্র রক্ষার পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধির জন্য এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে বলে আরও জানান জেলা মৎস্য কর্মকর্তা।