শিরোনাম
ঢাকা, ১০ মে, ২০২৩ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দক্ষ মানবসম্পদের কোন বিকল্প নেই। পুষ্টি সচেতনতার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
তিনি বলেন, মানবসম্পদ উন্নয়নে পুষ্টি সচেতনতা দরকার। কারণ পুষ্টি সচেতনতা ব্যতীত কোন জাতি উন্নত হতে পারে না। আর অপুষ্টি হলো যে কোন দেশের মানবসম্পদ উন্নয়নে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় মানবসম্পদ উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, তাই পুষ্টি সচেতনতা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।
তাজুল ইসলাম আজ রাজধানীর তেজগাঁওয়ে দৈনিক সমকাল পত্রিকার সভাকক্ষে রাইট টু গ্রো ও কিংডম অফ নেদারল্যান্ডসের সহযোগিতায় "শিশুর অপুষ্টি দূরীকরণে স্থানীয় সরকারের (ইউ.পি.) বাজেট যেমন চাই" শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা ব্যতীত দেশের উন্নয়ন সম্ভব নয়। সে লক্ষ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে সামাজিক আন্দোলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে পুষ্টি সচেতনতা ছড়িয়ে দিতে হবে।
তিনি আরো বলেন, স্থানীয় সরকার শক্তিশালী না হলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে না। তৃণমূল পর্যায়ের মানুষের ক্ষমতায়নের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরো শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে হবে। কারণ পুষ্টি, সুস্বাস্থ্য, স্যানিটেশন ও সামাজিক সুরক্ষা বজায় রাখতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আরো কার্যকরী ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের মহাপরিচালক হাসান শাহরিয়ার কবির, দৈনিক সমকাল পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ড দূতাবাসের সিনিয়র পলিসি এডভাইজার ওসমান হারুনী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল নিউট্রিশন এন্ড ফুড সিকিউরিটি বিভাগের অধ্যাপক নাজমা শাহীন এবং ম্যাক্স ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ রিয়াজ উপস্থিত ছিলেন।