বাসস
  ১১ মে ২০২৩, ১১:২৪

জয়পুরহাটে কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা

জয়পুরহাট, ১১ মে, ২০২৩ (বাসস) : সদর উপজেলার মোহাম্মাদাবাদ ইউনিয়নের কেশবপুর এলাকার দরিদ্র কৃষক মতিয়র রহমানের এক বিঘা জমির ধান বৃহস্পতিবার সকাল ১০টায় কেটে ঘরে তুলে দিলেন  জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে  জয়পুরহাটে দরিদ্র কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিচ্ছে স্থানীয়  স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে।
জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোলাম মোর্শেদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের ন্যায় জয়পুরহাটেও  দরিদ্র কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী ছাড়াও উপজেলা পর্যায়েও একই ভাবে দরিদ্র কৃষকদের ধান কাটায় সহযোগিতা  করছে  নেতাকর্মীরা। দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার  মোহাম্মাদাবাদ ইউনিয়নের কেশবপুর গ্রামে মতিয়র রহমানের ধান কাটা হয়। সেখানে অংশগ্রহণ করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোলাম মার্শেদ, সাধারণ সম্পাদক  রমযান আলী সরদারের , যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, মাহমুদুর রহমান , দফতর সম্পাদক রাশেদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শহিদুল ইসলাম সুজন, কৃষি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মুনিরসহ অন্যান্য নেতাকমীৃরা। কৃষক মতিয়র রহমান জানান, টাকার অভাবে ধান কাটার জন্য শ্রমিক নিতে পারছিলেনা। সেই ধান স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা কেটে ঘরে তুলে দেওয়ার খুশি বলে জানান তিনি। মোহাম্মাদাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি  আতাউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেওয়ায় স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের তিনি ধন্যবাদ জানান।