শিরোনাম
ময়মনসিংহ, ১১ মে, ২০২৩ (বাসস): জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় ত্রিশাল থেকে নির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রুহুল আমিন মাদানী প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. মেহেদী হাসান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল বিভিন্ন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সংগঠনের জেলা উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় ১১ জৈষ্ঠ্য থেকে তিন দিনব্যাপী জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালে জন্মবার্ষিকী উদযাপনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।