শিরোনাম
নীলফামারী, ১১ মে, ২০২৩ (বাসস): জেলা সদরে পাকা ঘর পাচ্ছেন ১৭ জন বীর মুক্তিযোদ্ধা। ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ প্রকল্পের অধীনে ‘বীর নিবাস’ নামে এসব ঘরের নির্মাণ কাজ চলমান আছে। আজ বৃহস্পতিবার সদর উপজেলার পূর্ব কুখাপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা অধীর চন্দ্র রায়ের বাড়িতে ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, সদর উপজেলায় ১৭টি বীর নির্বাসের নির্মাণ কাজ চলমান আছে। প্রতিটি পাকা ঘর নির্মাণে বরাদ্দ আছে ১৩ লাখ ৬৫ হাজার টাকা। এর মধ্যে ১২টির নির্মাণ কাজ প্রায় শেষের পথে। আজ ওই উদ্বোধনের মধ্য দিয়ে অবশিষ্ট ৫টির নির্মাণ কাজ শুরু হলো।